"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
08.10.06
গ্রীনহাউজ ইফেক্টে ভোগা পৃথিবীর উষ্ণতা
তখন দুপুরের গলায় অস্বস্তির ভারী হারের মতো ঝুলে আছে।
পাওয়ার কাট্, আমার কিছু করার নেই শূকরের জাতভাই/ বোন
হয়ে ঘামানো ছাড়া। ওমা! তারপর সব লাগ্ ভেল্কি লাগ্-
দুড়দাড় তোমার ঘরে ঢোকা, সাথে সাথে ফ্যান ঘুরে উঠলো,
হুমহাম করে তুমি দরোজা-জানালা বন্ধ করে আমার মুখোমুখি।
আমি দেখলাম ঝলসানো দুপুর কেমন তোমার পায়ের কাছে
ফণা নামিয়ে ফেললো, বিকেল চরকি ঘোরান খেয়ে
তোমার ছায়ায় মিলেমিশে সহোদরা, তাপ কমলো।
সন্ধ্যার গায়ে পিঠ দিয়ে আমরা ভাঙ্গলাম আড়মোড়া।
বিদু্যৎ চোখে দেখলাম ভারী হার কেমন সুইট লকেট হয়ে
ঝুলে আছে তোমার বুকের জমিনে, আদরের চেইনে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।