আমি উত্তম নই আমি অধম ও নই আমি যা আমি আতেই সন্তুষ্ট কেউ আমার সাথে লাগতে না আসলে আমি লাগতে যাই না প্রেম... শুনতে বেশ মধুর ! কিন্তু প্রেমের নাম নিয়ে অনেক সময় অনেক কিছু ঘটে সেগুলোর মদ্ধে ভালোবাসা নামে কিছু থাকুক আর না থাকুক শারীরিক চাহিদা টা বেশ প্রাধান্য পায়! প্রেমের নামে নিজেকে একেবারে বিলিয়ে দেয়াটা মনে হয়না ঠিক। কারন আজকে যাকে আপন ভেবে নিজের সব কিছু তাকে দিয়ে দিতে প্রস্তুত সেই মানুষটা আগামিকাল কে আপনাকে চিনেও না চেনার ভান করতে পারে আর যেটা বেশ স্বাভাবিক! এই ক্ষেত্রে মেয়েরা একটু বেশি সাবধান হওয়া দরকার কারন ছেলেরা অনেকটা হাসের মত গায়ে পানি লাগলেও ঝাড়া দিলে ঝড়ে যায় কিন্তু মেয়েদের একটা দাগ থেকে যায়! হঠাৎ এইসব লিখার কারন হচ্ছে একজন এর সাথে আজকে আলাপ এর এক পর্যায়ে সে নিজে থেকে বলা কিছু কথা শুনে। সাথে আলাপ করতে গিয়ে বলল বিয়ের ব্যাপারে কিভাবে বিয়ে হল এর সম্পর্কে বলে আমার বেশ কিছু মেয়ের সাথে সম্পর্ক ছিল কিন্তু ওদের বিয়ে করার মত ছিলনা শেষে এক মেয়েকে বিয়ে করার মত মনে হইছে! বাহ ভালো হতেই পারে তো এই বিয়ে করার মত এর পক্ষে তাঁর কি Criteria ছিল?? Critera ছিল এর আগের কেউ ভার্জিন ছিলনা শেষের জন ছিল শুধু ভার্জিন!! হ্যাঁ ইদানিং খুব সহজে নিজেকে বিলিয়ে দেন তাদের কে একটু বলি আপনার সম্পদ নিজের সম্মান নিজের কাছে এভাবে কারো টেস্ট এর আইটেম বানাবেন না! শেষে দেখবেন সব হারাবেন। আমি বিরাট জ্ঞানী না। কিন্তু অন্তত এটা জানি নিজেকে খুব সস্তা করে দিলে সেটা কখনোই আপনার জন্য মঙ্গল আনতে পারেনা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।