আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকার সংস্থাগুলো সব সময় খুনীদের পক্ষে থাকে, আমার মতে যারা খুনীদের পক্ষ নেবে তাদেরও মৃত্যুদন্ড দেয়া উচিত।

http://www.facebook.com/Kobitar.Khata খুব খেয়াল করে দেখেছি, দেশী-বিদেশী মানবাধিকার সংগঠনগুলো সব সময় খুনীদের পক্ষ হয়ে কাজ করে। তারা সব সময় খুনীদের মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকে। কিন্তু যে মানুষটি খুন হয়ে গেল তার যে মানবাধিকার পাওয়ার অধিকার ছিল তা নিয়ে কেউ কথা বলতে কোনদিন শুনিনি। সৌদি আরবে ডাকাতি ও খুনের দায়ে ৮ বাংলাদেশীর শিরচ্ছেদ করা হয়েছে। সেটা সে দেশের আইন অনুযায়ী করা হয়েছে।

সারা দুনিয়া জানে সৌদি আরবে আইন যেমন আছে তেমনি আইনের প্রয়োগও কঠোরভাবে আছে। অন্য অনেক দেশের মতো সে দেশে আইনকে আইনের বইয়ের সৌভাবর্ধনের জন্য রাখা হয় না। আজ যাদের কল্লা কাটা গেল তারা সে দেশের আইন সম্পর্কে বেশ ভালভাবেই অবগত ছিল। এরপরও তারা আইন অমান্য করেছে এবং কল্লা গেছে। একজন মানুষ হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে এটা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু বিচারটা সঠিক বলেই মনে করি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারের নিন্দা জানিয়েছে। এটাই হওয়ার কথা ছিল। তারা খুনিদের বিচারের প্রতি নিন্দা জানাবে কিন্তু যে খুন হয়ে গেল তার পক্ষে, তার মানবাধিকারের পক্ষে, তার স্বাভাবিক মৃত্যুর অধীকার যে ছিল পক্ষে কিছু বলবে না। বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির ঘোষণা দেয়ার পরও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকারের ধোয়াতুলে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি না দিতে সরকারকে অনুরোধ করেছিল। কি আজব! যারা রীতিমত গনহত্যা করল, যাদের হাত থেকে দুধের শিশুও রক্ষা পেল না তাদের আবার মানবাধিকার? এতগুলো খুন করেও তাদের বেঁচে থাকার অধিকার থাকে কি করে আমি বুঝতে পারি না।

আবার আমার দেশেই একজন কুখ্যাত খুনীকে যখন রাষ্ট্রপতি মাপ করে দিল তখনও কিন্তু যে খুন হয়ে গেল (নুরুল ইসলাম) তার পক্ষ হয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি কথাও বলেনি। যেন এমনটাই হওয়ার কথা ছিল, এটা স্বাভাবিক ছিল। যে লোকগুলো মানবাধিকারের কথা বলে খুনীদের রক্ষার কথা বলে তারা আসলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যই এ কথা বলে। সেটা হোক মানবাধিকার সংস্থা অথবা এই ব্লগের মানবাধিকারের পক্ষে সোচ্চার ব্লগার। যারা মানবাধিকারের নামে খুনীদের পক্ষে কথা বলে তাদের সামনে তাদের বাবা মাকে হত্যা করলে হত্যাকারীর কি বিচার করতেন জানতে ইচ্ছ করে।

জানা ম্যাডাম, আপনি আসলে কি চান বলুন তো?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.