আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধার স্ত্রী হলে খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা চাইবেন : আওয়ামী লীগ নেতৃবৃন্দ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়ানোর অপরাধে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর খালেদা জিয়া যদি সত্যিকারের মুক্তিযোদ্ধার স্ত্রী হন তাহলে তিনি অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইবেন। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুই দিনব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। মাহবুব-উল আলম হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কোর্টের রায়ে বাতিল হয়ে গেছে।

তবে কোর্ট বলেছিল, যদি সংসদ চায়, তবে আগামী দুই নির্বাচন এ পদ্ধতিতে হতে পারে। সে কারণে আমরা বিএনপিকে বলেছিলাম, আপনারা সংসদে আসুন। সংসদ সবকিছুর আলোচনার কেন্দ্রবিন্দু, সেখানে বসে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে বিএনপি এখনও পর্যন্ত সংসদে কোন প্রস্তাবনা দেয়নি বা আলোচনা করতে আসেনি। অথচ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে বিএনপি রাস্তায় গলাবাজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

খালেদা জিয়া স্বল্প শিক্ষিত, তার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সে কারণে তিনি অনেক কিছুই বলতে পারেন। কিন্তু ফখরুল যখন অসত্য তথ্য উপস্থাপন করেন, তখন অবাক হওয়া ছাড়া আর কিছুই থাকে না। হানিফ বলেন, বিএনপির গলাবাজির মূল উদ্দেশ্য হচ্ছে, খালেদা জিয়ার দুই ছেলে এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করা। বিরোধী দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ বলেন, হুমকি-ধমকি দিয়ে যুদ্ধাপরীদের রক্ষা করা যাবে না।

সময় এখনও ফুরিয়ে যায়নি। সংসদে এসে তত্ত্বাবধায়ক প্রশ্নে প্রস্তাব পেশ করম্নন। সর্বস্মতিক্রমে এই বিষয়ে সিদ্ধানত্ম নেয়া হবে। আইডিইবির কর্মকর্তাদের দেশ গড়ার প্রকৃত কারিগর আখ্যা দিয়ে দেশে কারিগরি শিক্ষার বিসত্মৃতি বাড়ানোর কথাও বলেন হানিফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে হানিফ বলেন, দেশে এবং দেশের বাইরে দক্ষ জনবল গড়ে তোলার ব্যাপারে আমরা আশাবাদী।

সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, ১১ অক্টোবর বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরম্ন করে ১৩ হাজার টাকা, ২১ হাজার টাকা ও সর্বোচ্চ ২৬ হাজার টাকা দামে এই ল্যাপটপগুলো বাজারে পাওয়া যাবে। রাজিউদ্দিন রাজু এ সময় আরও জানান, আগামী বছরের ২৬ মার্চের মধ্যে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির ব্যবহারে তৃতীয় প্রজন্মে পা রাখবে। বাংলাদেশে চালু করা হবে থ্রি-জি প্রযুক্তি। এ বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে হংকংয়ের একটি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে নতুন মোবাইল ফোন উৎপাদন করা হবে দাবি করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, একবার চার্জ দিলে এই ফোনগুলোতে ৭ থেকে ১৫ দিন পর্যনত্ম ব্যাটারির চার্জ থাকবে।

১৮৯৮ সালের আইন পরিবর্তন করে ডাক বিভাগকে নতুন করে ঢেলে সাজিয়েছে সরকার এমনটি দাবি করে মন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশে ৮ হাজার ৬০০টি ডাকঘরে মোবাইলের মাধ্যম মানি ট্রান্সফারিং শুরম্ন হয়েছে। সবগুলো ডাকঘরে কম্পিউটারের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকেও ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি সুবিধার আওতায় আনা হবে। এ ছাড়াও ডাক বিভাগ থেকে কুরিয়ার সার্ভিস এবং ক্যাশকার্ড চালু করা হবে বলেও জানান তিনি। বিএনপি সরকার ক্ষমতায় থেকে সাবমেরিন ক্যাবলে অংশ না নেয়াতে দেশ তথ্যপ্রযুক্তিতে যতটা পিছিয়েছিল এই সরকারের আমলে ঠিক ততটাই এগিয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন, ১৯৯৮ সালে আমরাই প্রথম কম দামে মোবাইল ফোন দিয়েছিলাম। আমরা ওয়াই ম্যাঙ্ চালু করেছি।

ভিডিও কনফান্সে চালু করেছি। সরবকারের দেশে একটি তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ইচ্ছার কথাও জানান তিনি। দুই দিনব্যাপী এই সম্মেলনে ৬৪ জেলার প্রতিনিধি অংশগ্রহণ করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.