আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধার বিশাল জয়, বিজেএমসির ড্র

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ৫-০ গোলে জিতেছে। দিনের অন্য ম্যাচে বিজেএমসি গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।

মুক্তিযোদ্ধার বিশাল ব্যবধানের জয়ে দুটি করে গোল করেছেন নাইজেরীয় স্ট্রাইকার এনকোচা কিংসলে এবং মোহাম্মদ বিপ্লব। অন্য গোলটি করেন নাইজেরীয় ফরোয়ার্ড এলিটা কিংসলে।

ম্যাচের ২১ মিনিটে মুক্তিযোদ্ধা এগিয়ে যায় বিপ্লবের জোরালো শটে।

এলিটা বেঞ্জামিনের ব্যাক পাস থেকে গোলটি করেন তিনি।

তিন মিনিট পর প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের হয়ে ব্যাবধান দ্বিগুন করেন এনকোচা। প্রতিপক্ষের এক ডিফেন্ডার দলকে বিপদ মুক্তি করতে ব্যর্থ হলে আলতো শটে বল জালে জড়ান এই নাইজেরীয়।

২৮ মিনিটে এনকোচার ব্যাক্তিগত দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ব্যবধানে আরো দুটি গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের।

৬৬ মিনিটে মুক্তিযোদ্ধার চতুর্থ গোলটি আসে কিংসলের হেড থেকে। আর ৭৮ মিনিটে বারিধারার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বিপ্লব। মারুফের থ্রু থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

৯ ম্যাচ খেলে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৫। আর ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বারিধারা।

ব্রাদার্স-বিজেএমসি গোলশূন্য ড্র

পুরো ম্যাচে বিজেএমসি বল দখলে এগিয়ে থাকলেও ভাগ্য তাদের সহায় ছিল না। তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বিজেএমসি। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে ব্রাদার্স।

 




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.