আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধার কষ্টের জয়

মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপে রানার্স আপ হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ। পেশাদার লিগ শুরু করেছিল শক্তিশালী মোহামেডানকে আটকে। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অলরেডসরা জয় পেয়েছে টিম বিজেএমসির বিপক্ষে। ২-১ গোলে জিতে বাংলাদেশ পেশাদার লিগ তুলে নিয়েছে প্রথম জয়।

ঘরোয়া ফুটবলের এক সময়কার শক্তিশালী দল মুক্তিযোদ্ধা গত কয়েক মৌসুম ধরে শিরোপার ধারে কাছে ভিড়তে পারছিল না।

এবার কোচ শফিকুল ইসলাম মানিক জুনিয়র ও সিনিয়রদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকজন জাতীয় দলের ফুটবলারও। অন্যদিকে টিম বিজেএমসি পুরোপুরি তারুণ্য নির্ভর দল। শক্তির বিচারে মুক্তিযোদ্ধা এগিয়ে থাকলেও গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমানে সমানে লড়াই করেছে বিজেএমসি। অবশ্য ম্যাচের কিছু বোঝার আগেই পিছিয়ে পড়ে বিজেএমসি।

গোল খায় গোলরক্ষক আরিফুল ইসলামের ভুলে। ডি বঙ্রে ভিতর থেকে কোনাকুনি শট নেন মুক্তির মিডফিল্ডার শফিকুল ইসলাম বিপুল। তার জোরালো শটটি গ্রিপ করতে গেলে ফসকে যায় আরিফের হাত থেকে। বল ঢুকে যায় জালে (১-০)। এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

২০ মিনিটে অবশ্য সমতা আনার সুযোগ পেয়েছিল বিজেএমসি। কিন্তু স্যামসনের হেড সাইড বার গেসে বাইরে চলে যায়। তবে দুর্ভাগ্যও সঙ্গী ছিল দলটির। ৪০ মিনিটে ডান প্রান্ত থেকে আবদুল্লাহ পারভেজের ক্রসে হেড করেন বঙ্রে ভিতর দাঁড়িয়ে থাকা সজীব। বল মুক্তির গোলরক্ষককে আমিনুল ইসলাম লিটনকে পরাস্ত করলেও ক্রসবারকে হারাতে পারেনি।

ফলে সমতা আসেনি। খেলার বিরতির বাজির বাজার আগ মুহূর্তে গোলসংখ্যা দ্বিগুণ করে মুক্তিযোদ্ধা। বাঁ প্রান্ত থেকে মারুফের কর্নারে উড়ে আসা বলে ব্যাকভলি করেন এলিটা বেঞ্জামিন। ব্যাকভলিতেই দলের গোলসংখ্যা দ্বিগুণ করেন বেঞ্জামিন (২-০)। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।

দ্বিতীয়ার্ধে তেড়েফুরে খেলতে থাকে বিজেএমসি। ৫০ মিনিটে গোলের সুযোগ সৃষ্টিও করে। কিন্তু আমিনুল ইসলাম সজীবের ব্যর্থতায় গোল ব্যবধান কমাতে পারেনি বিজেএমসি। বঙ্রে মাথায় পাওয়া ফ্রিক কিক কাজে লাগাতে পারেননি সজীব। অবশ্য ৬০ মিনিটে গোল ব্যবধান কমান নাইজেরিয়ান স্যামসন ইলিয়েটা।

ওমর ফারুকের পাস ধরে স্যামসন ঠাণ্ডা মাথায় মুক্তির গোলরক্ষক লিটনের মাথার উপর দিয়ে জালে পাঠান (২-১)। এরপর আর কোনো গোল হয়নি খেলায়। ফলে ২-১০ গোলে জিতেই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.