এ সময় তাদের কাছ থেকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে ওই দপ্তরের কর্মকর্তারা জানান।
রোববার ভোরে সিটি গেইট এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন মো. সাঈদ (২৬) ও বজলুর রহমান (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লার সীমান্তবর্র্তী এলাকা থেকে ফেন্সিডিলগুলো চট্টগ্রাম নগরে বিক্রির জন্য আনা হচ্ছিল।
ভোর পাঁচটার দিকে ট্রাকসহ এসব ফেন্সিডিল আটক করা হয়। তবে, ট্রাকটির চালক বেলাল হোসেন (২৫) পালিয়ে গেছে বলে জানান এই কর্মকর্তা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ ট্রাকচালককে আসামি করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।