আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহ ও দিনাজপুরে শফীর বক্তব্যের প্রতিবাদ

আহমদ শফীর বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ, নিন্দা ও শাস্তিদাবি অব্যাহত রয়েছে সারাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যকে জঘন্য বলে আখ্যায়িত করেছেন।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, রোববার দুপুরে জেলা শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে সম্মিলিত নারী সমাজ আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিপিবি সভাপতি আব্দুল আজিজ তালুকদার, সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ, প্রকৌশলী নুরুল আমিন কালাম, নারীনেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, মনিরা সুলতানা অনু, সাজেদা বেগম সাজু, এমএ কুদ্দুস, ইয়াজদানী কোরায়শী কাজল, শেখ বাহার মজুমদার, সুশান্ত দেবনাথ খোকন, আলমগীর কবীর সরকার প্রমুখ।  
দিনাজপুর প্রতিনিধি জানান, দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে আহমদ শফীর শাস্তির দাবি করা হয়।
সমাবেশে মহিলা পরিষদের জেলা সভানেত্রী কানিজ রহমান বলেন, নারী সম্পর্কে হেফাজতে ইসলামের আমিরের কুরুচীপূর্ণ বক্তব্য ইসলামও সমর্থন করে না।
নারী নীতির দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে হেফাজতের ১৩ দফার দাঁত ভাঙা জবাব দেওয়ার দাবিও জানান তিনি।
পরিষদের কেন্দ্রীয় সভানেত্রী আজাদী হাই বলেন, হেফাজতের আমির পবিত্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী সমাজকে অবমুল্যায়নের ধৃষ্টতা দেখিয়েছেন। 
সভায় আরো বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মারুফা বেগম ফেন্সি, উদীচী কেন্দ্রীয় সহসভাপতি রেজাউর রহমান রেজু, জেলা সভাপতি আসাদুল্লাহ সরকার প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.