.....Rest on one's oars বদরুল আমীন : বন আইনে নিষিদ্ধ থাকলেও বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবু মো: ফজলুল করিম একটি হরিণ পালন করছেন। অফিস কম্পাউন্ডে তার বাসায় গেলে এ দৃশ্য দেখা যায়। জানা যায়, ময়মনসিংহ কোতুয়ালী থানার অফিসার ইনর্চাজ প্রাণী পালন সৌখিনতায় বক্সিগঞ্জের মাইদুল হকের কাছ-থেকে এই হরিন সংগ্রহ করেন। গত দেড় মাস ধরে বাঁশের একটি খোয়ার বানিয়ে এই হরিণটি আটক রেখেছেন। পরিবেশ অধিদপ্তরের মতে এরকম খুপড়িতে হরিন পালন সম্পূর্ণ অমানবিক।
বন্য প্রাণীটির স্বাধীনতা খর্ব করে ২০ফুট২০ফুট খুপড়িতে থাকতে হচ্ছে। পুলিশ পরিদর্শক
হরিনটি পালনের জন্য লাইসেন্স চেয়ে ময়মনসিংহ বন আঞ্চলিক কর্মকর্তার বরাবরের আবেদন করেছেন। যা তদন্তাধীন আছে। অপরদিকে সূত্র জানিয়েছে ,বন্যপ্রাণী নীতিমালায় বন্য প্রাণী বোর্ড ২৩তম অধিবেশনে বন্য প্রাণী পালনে লাইসেন্স দেয়া স্থগিত রেখেছেন। ময়মনসিংহ ডিএফও অফিস সূত্রে জানাগেছে , বন্য প্রাণী সংরক্ষন করার দায়ে ১ বছর তথা ৫০হাজার টাকা জরিমানা ও সাজার বিধান রয়েছে।
সূত্রটি আরও জানায় , পুলিশ পরিদর্শক অন্যায় ভাবে এই হরিনটি আটক রেখেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।