আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন বন্ধ

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ শহরের কেওয়াটখালি বাইপাস সড়কের লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর কমিউটার ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক, পথচারীসহ অন্তত চারজন আহত হয়।
ময়মনসিংহ রেল পরিবহন পরিদর্শক হামিদুর ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ বিকল হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লাইনচ্যুত না হলেও একটি বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
“দুর্ঘটনার কারণে বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ময়মনসিংহ স্টেশনে আন্তঃনগর তিস্তা ও বলাকা আটকা পড়েছে।”
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার আবু তাহের জানান, উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রাকটি সরিয়ে ট্রেন যোগাযোগ চালুর চেষ্টা চলছে।
আহত ট্রাকচালক দেলোয়ার হোসেনসহ চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.