আমাদের কথা খুঁজে নিন

   

“যে ব্যক্তি আপন ধর্মমতের গৌরব প্রচার করতে গিয়ে অপরের বিশ্বাসের অমর্যাদা করেন, তিনি প্রকৃতপক্ষে আপন ধর্মমতকেই ক্ষতিগ্রস্থ করেন।” - ্সম্রাট অশোক

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি মৌর্য রাজাদের, বিশেষত অশোকের প্রজানুরঞ্জন নীতি রাজধর্মের বিশ্ব ইতিহাসে অতি নন্দিত। তিনি যে বলেছিলেন, ‘সবে মুনিসে পজা মমা’, অর্থাৎ সব প্রজাই আমার সন্তান – তা নেহাৎ কথার কথা ছিল না। বহুবিধ জনহিতকর কাজের পাশাপাশি তাঁর বিশেষ অবদান একটি সেক্যুলার রাষ্ট্র ব্যবস্থার জন্ম দেওয়া। নিজে নিষ্ঠাবান বৌদ্ধ হলেও তাঁর ‘ধম্মনীতি’ কখোনই জনগণের ওপর বৌদ্ধধর্ম চাপিয়ে দিতে চায়নি। এই ধম্মনীতির প্রাথমিক শর্ত সুনীতিবাচক সামাজিক আচরণ। ধম্মনীতির মাধ্যমে অশোক সংকীর্ণ ধর্মসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গী ও গোষ্ঠীবদ্ধতার উর্ধ্বে উঠতে চেয়েছিলেন। অশোকের একটি কথা আজকের পৃথিবী মনে রাখলে নিশ্চিতভাবেই উপকৃত হবে – “যে ব্যক্তি আপন ধর্মমতের গৌরব প্রচার করতে গিয়ে অপরের বিশ্বাসের অমর্যাদা করেন, তিনি প্রকৃতপক্ষে আপন ধর্মমতকেই ক্ষতিগ্রস্থ করেন।”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.