I Love to Win.
দুনিয়াটা খুবই বড়
জীবনটাতো নয়
অবহেলা করে জীবনটাকে
করনাকো ক্ষয়।
ছোট্ট এই ব্যক্তি জীবনে
আসবে কত ঝড়
সাহসের সাথে করে লড়াই
করতে হবে জয়
ভাল-মন্দ, চালাক-বোকা
সবার সাথে মিশে
উত্তম পুরুষ হতে হবে
এই সমাজেতে।
মানুষে মানুষে বিভেদ ভূলে
একে অপরের বন্ধু হয়ে
মাথা উচু করে চলতে হবে
কাধে কাধ মিলিয়ে।
সচল নাগরিক হতে হলে
সফলতা জীবনে আনতে হলে
বাধা বিপত্তি জয় করেই
জীবনটাকে গড়তে হবে।
_________________________ইমরান হাছান (উজ্জ্বল)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।