আমাদের কথা খুঁজে নিন

   

নিতান্তই ব্যক্তি-কথন

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

১. ব্লগে যেসব পোস্ট পড়ি না.. তার মধ্যে সবার প্রথমেই আসবে ধর্ম নিয়ে কপচানি। সযত্নে এড়িয়ে যাই। থাকুক না, যার যার বিশ্বাস নিয়ে। যে ধর্মে বিশ্বাস করে, সেও তার মত থাকুক, যে বিশ্বাস করে না তিনিও থাকুন শান্তিতে।

ধর্ম থাক গাছের ডগায়, আমি থাকি গাছের নিচে। দরকার কি আমার মই বেয়ে উপরে উঠার, তারচেয়ে বরং যে ফলগুলা নিচে পরে, আমি সেটাই কুড়াই!! ব্যাখ্যা: আজ এক ব্লগারের হাদিস সংক্রান্ত পোস্টে দেখলাম আরেক সহ-ব্লগার বলেছেন, "আপনি ১৮+ পোস্টান, আবার হাদিসও পোস্টান!!" ১৮+ কি জিনিস?? একটু ব্যাখ্যা করবেন?? আর, যে পোস্টের কথা বলা হয়েছে, ঐ ব্লগার কি পড়ে দেখেছেন পোস্টটা?? এমনও মন্তব্য আছে, "এটা ১৮+? নাকি ২+!! আজাইরা সময় নষ্ট!!" ২. ব্লগের আর যে পোস্টগুলো পড়ি না, তার মধ্যে আরেকটি হল বিতর্কিত পোস্ট। কোন একজন ব্যাক্তিকে সরাসরি ব্যক্তি আক্রমণ, অন্তত: তার অবর্তমানে, সেটা আমার কাছে হীন রুচির মনে হয়। কথাবার্তা যা হবে, সামনাসামনি। যাকে উদ্দেশ্য করে বলা, তাকেই শুধু বলা হোক।

আর, যদি অনুপস্থিতিতে বলতেই হয়, তাহলেও যাকে নিয়ে বলা, তার সমকক্ষ হয়ে তার ত্রুটিগুলো তুলে ধরা। যোগ্যতায় যার ধারেকাছেও যেতে পারব না, তাকে ভার্চুয়ালি তূলো-ধূনো করার প্রচেষ্টা?? বিকৃত মানসিকতা। ব্যাখ্যা: এক সহ-ব্লগারের সাম্প্রতিক পোস্টে জাফর ইকবালকে নিয়ে নানা কথা। তিনি অনেকগুলো পয়েন্ট একসাথে ছোট করে লিখতে গিয়ে মূল ফোকাসেই যেতে পারেননি মনে হয়। তাই, ভুল বোঝাবুঝি।

একটা বিষয় নিয়েই আলোচনা করলে বিতর্কটা আরো তথ্যবহুল হত। ৩. আরেকটা যে বিষয় ইদানীং ভাল্লাগতেছে না, সেটা হল, কিছু নতুন নিকের হঠাৎ উদয়, এবং বিরক্তি উদ্রেককারী আচরণ। ব্যাখ্যা: ক. একটা নিকের একটা পোস্ট এমন, "সকল নারী ব্লগারগণ এখানে মন্তব্য করুন। আমি আপনাদের সবার একটা করে পোস্ট আমার প্রিয়তে রাখতে চাই। আপনাদের সবার পোস্টেই আমি এখন থেকে মন্তব্য করব!! প্লিজ.. প্লিজ.. প্লিজ.. দোহাই আপনাদের!!' -শ্লা.. লুল!! খ. আরেকজন তো বাংলা সিনেমার ফ্যান!! এতকিছুর পরও যেকোন বির্তকিত বিষয় নিয়ে কারো লেখা পড়ি বা না পড়ি, নাস্তিকের ধর্মকথা, আর, বাঙালের পোস্ট অবশ্যপাঠ্য আমার কাছে।

তারা যুক্তি দিয়ে কথা বলেন আজাইরা আবেগ আঁকড়ে বসে থাকেন না। আর, সবশেষে খারেজি র একটা মন্তব্য তার অনুমতিছাড়াই একটু দেই। "বির্তকিত পোস্ট সবাই পড়ে। বেশিরভাগই অফলাইনে। নিজের সুশীলত্ব ধরে রাখার জন্য অনেকেই কোন মন্তব্য করে না।

তাহলে যে নিজে একপক্ষীয় চিহ্নিত হয়ে যান!!" বাঁধাই করে রাখার মত একটা মন্তব্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.