চট্টগ্রামের পটিয়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানের দুই পাইলট অক্ষত আছেন।
বিমানটির পাইলট ফ্লাইট লে. আরাফাত প্রথম আলো ডটকমকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি বিমানটির নিয়ন্ত্রণ হারান। তাই তিনি ঝুঁকির মুখে প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেন।
অপর পাইলট নিরাপদে অবতরণ করেন।
স্থানীয় লোকজন জানান, প্যারাসুট নিয়ে পাইলট পটিয়ার ভাটির খাইন ইউনিয়নের বাকখালী গ্রামে অবতরণ করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। অন্যদিকে বিমানটি ওই গ্রামের পূর্বপাশে চানখালী খালের পাশে পড়ে বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিতে পড়ে বিমানটির কিছু অংশ মাটির ভেতর ঢুকে গেছে।
বিমানের গায়ে এস-৭০ বোয়িং লেখা দেখা গেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।