ফেসবুক আইডি:নাই
পটিয়ায় বন্য হাতির তাণ্ডবের ফলে প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে এক গ্রামের দু’শতাধিক নারী পুরুষ। গতকাল সোমবার রাত ১১টা কচুয়াই করুণাছড়া চা বাগান এলাকায় অবসি'ত পল্লীতে ঢুকে পড়ে একদল বন্যহাতি। হাতির পাল প্রথমে বাবুল দাশের ঘর ভাংচুর করে। লোকজন বুঝতে পেরে বাড়িঘর ফেলে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
এলাকার লোকজন থেকে রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে এরই মধ্যে দুটি ঘর ভাংচুর করে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হাতির পালের তাণ্ডব অব্যাহত রেখেছে। এ গ্রামের মানুষ কখন বাড়ি ঘরে ফিরতে পারবে তা এখনো বলা যাচ্ছে না উল্লেখ করে অনেকে বলেছে হাতির আক্রমণের ফলে বাড়ি ঘর না থাকলে নতুন করে ঘর তৈরী করে আবার সংসার গড়া গরীব লোকের অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। এ জন্য স্থানীয় জন প্রতিনিধিদের সাহায্য চেয়েছেন গ্রামের লোকজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।