আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের পটিয়ায় দেশের প্রথম ঘৃণাস্তম্ভ

দেশ স্বাধীন হয়েছে আজ ৪০ বছর। এই ৪০ বছরে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা জনতার কাছ থেকে দাবি উঠেছিল-শহীদ মিনার-স্মৃতি সৌধের পাশাপাশি ঘৃণাস্তম্ভ নির্মাণের। দেশের মানুষ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি যুদ্ধাপরাধী-রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শন করবে। কিন্তু এতদিন সেই দাবি-শুধু দাবিই থেকেছিল। এবার সত্যি সত্যিই দেশে প্রথমবারের মতো চট্টগ্রামের পটিয়ায় নির্মিত হয়েছে ঘৃণাস্তম্ভ।

শুধু ঘৃণাস্তম্ভ নয়-পাশাপাশি নির্মাণ করা হয়েছে একটি স্মৃতি সৌধও। পটিয়া উপজেলার সামনে স্থানীয় এমপি শামসুল হক চৌধুরীর অর্থায়নে নির্মিত হয়েছে এ ঘৃণাস্তম্ভটি। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। গতকাল শামসুল হক চৌধুরী এমপির কাছে ঘৃণাস্তম্ভ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক আজাদীকে জানান, স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত রাজাকার, আলবদর, আলশামসদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই তৈরি করা হয়েছে এ ঘৃণাস্তম্ভটি। বিভিন্ন জাতীয় দিবসে (বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতীয় শোক দিবসে) এখানে থুতু ও জুতা নিক্ষেপের মাধ্যমে ঘৃণা প্রকাশ করা হবে।

পাশাপাশি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবে। মূলত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতেই আমি এই উদ্যোগ নিয়েছি। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। জানা গেছে, আগামী ২ মাসের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম ঘৃণাস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গত দুই মাস আগে এই ঘৃণাস্তম্ভ এবং স্মৃতি সৌধ নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

বর্তমানে ঘৃণাস্তম্ভের কাজ শেষ। স্মৃতি সৌধের কাজ শেষ পর্যায়ে। সূত্র: দৈনিক আজাদী ৭ এপ্রিল, ২০১২  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.