আমাদের কথা খুঁজে নিন

   

বেগম রোকেয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহল চালু

রবিবার বেলা ২টায়  উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবী আনুষ্ঠানিকবভাবে হলটির উদ্বোধন করেন।
এটিই এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল।
উদ্বোধন অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক সরিফা সালোয়া ডিনা জানান, ৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ হলটিতে মোট ৩৪৬ জন ছাত্রী আবাসিক সুবিধা পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, নিবন্ধক শাহজাহান আলী ম-ল, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুন কুমার সিংহ, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ হলের আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।