সবগুলো কৌতুক ফেইসবুক থেকে সঙ্কলিত। অনেকে হয়তো আগে শুনেছেন। আমার যেগুলো ভালো লেগেছে সেসব শেয়ার করলাম।
কৌতুকঃ১
প্রেমিকার মন জয় করাঃ
স্টাইলঃযতদিন পর্যন্ত না বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ জিততে পারছে,আমি ততদিন পর্যন্ত তোমায় ভালবেসে যাব...
বলতে কষ্ট লাগলেও যে কথাটি বলে সহজেই প্রেমিকা'র মনকে জয় করে নিতে পারবেন...
.
.
.
যতদিন পর্যন্ত না বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ জিততে পারছে,আমি ততদিন পর্যন্ত তোমায় ভালবেসে যাব...
কৌতুকঃ২
প্রেমিকার মন জয় করাঃ
স্টাইলঃযতদিন পর্যন্ত না বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ জিততে পারছে,আমি ততদিন পর্যন্ত তোমায় ভালবেসে যাব...
বলতে কষ্ট লাগলেও যে কথাটি বলে সহজেই প্রেমিকা'র মনকে জয় করে নিতে পারবেন...
.
.
.
.
.
যতদিন পর্যন্ত না বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ জিততে পারছে,আমি ততদিন পর্যন্ত তোমায় ভালবেসে যাব...
সে কাছে আসলো
আমি তাকে অবজ্ঞা করলাম
সে হাসল
আমি চুপ থাকলাম
সে কথা বলতে লাগলো
আমি শুনলাম না
কিন্তু যখন সে চলে গেলো
তখন আমি বুঝলাম আমি কি হারিয়েছি
দৌড়ে গেলাম তার কাছে
আর যন্ত্রণা নিয়ে চিৎকার করলাম
"ম্যাডাম, আমার attendance নেন নি..."
"ম্যাডাম, আমার attendance নেন নি..."
কৌতুকঃ৩
একদা এক সাধুর আশ্রমে এক বকরী ছিলো,যে সাধুর সেবা করতো, সারাদিন ব্যা ব্যা করতো।
সাধু ছিল বধির।
তো বকরীর সেবায় সন্তুষ্ট হয়ে এক দিন সাধু তাকে বর দিলো, "হে বকরী,তুমি আমার অনেক সেবা করেছ। কিন্তু আমি বধির বলে তোমার ব্যা ব্যা শুনতে পারি নি। আমি তোমাকে বর দিলাম,এমন এক স্বামী তুমি পাবে,যে সারা দুনিয়ায় তোমার ব্যা ব্যা শুনানোর ব্যবস্থা করবে"
-
...-
-
-
-
-
সে বকরী এখন ইভা রহমান নামে পরিচিত।
কৌতুকঃ৪
শিক্ষকদের কখনো ছোট করবেন না...
কারণ
-বাবা মা ঘুম পাড়াতে পারে এক সন্তানকে, কিন্তু শিক্ষক ঘুম পাড়ায় পুরো ক্লাসকে
- হাঁস-মুরগি ছাড়া একমাত্র শিক্ষক ই একমাত্র প্রাণী যে আপনাকে আণ্ডা (০) দিতে পারে
সুতরাং শিক্ষকদের সম্মান করুন..
কৌতুকঃ৫
বিল গেটস মৃত্যুর পর নরকে জায়গা পেলো। তো শয়তান তাকে বলল, "তোমার সম্মানে তোমাকে সুযোগ দেয়া হল, যেখানে খুশি নরকের সে জায়গায় তুমি থাকতে পারবে"
বিল গেটস পুরো নরক ঘুরে দেখতে লাগলো।
সে এক রুমে দেখল যে একটা কম্পিউটার।
সে আকাশে চাঁদ পেলো যেন। সে ওখানে থাকতে চাইলো
শয়তান রাজি হল।
বিল গেটস খুশি মনে চলে গেলো।
এক চ্যালা শয়তানকে জিজ্ঞেস করলো "আপনি কেন তাকে ওই রুম দিলেন।
নরকে সে এতো আরামে থাকবে
শয়তান হাসল আর বলল, "ব্যাটা এটা Windows 95 অপারেটিং এর কম্পিউটার। আর কি বোর্ডে ৩ টা বাটন নাই... Alt. Ctrl আর Delete...এখন সে বুঝবে নরক যন্ত্রণা কি জিনিস। "
কৌতুকঃ৬
এক মেয়ে আরেক মেয়ে কে কি গিফট দেয়??
ফুল
শাড়ি
গয়না
এরকম জিনিস...
কিন্তু এক ছেলে আরেক ছেলেকে কি গিফট দেয়??
"এই নে মাইয়ার মোবাইল নাম্বার... শুধু ভুলেও আমার নাম নিবি না..."
কৌতুকঃ৭
ছেলেঃ বাবা, আমি দাদিকে বিয়ে করব...
বাবাঃ ওই, তোর দাদি তো আমার মা!!!
ছেলেঃ তুমি যখন আমার মা কে বিয়া করছ, তখন মনে আছিল না??
কৌতুকঃ৮
ফাঁকিবাজি'র নমুনাঃ
বাবাঃ হাবলু, আজকে পরীক্ষা দিতে যাস নাই কেন?
হাবলুঃ প্রশ্ন কঠিন হইছিল আব্বা!
বাবাঃ পরীক্ষা না দিয়েই কেমনে বুঝলি প্রশ্ন কঠিন হইছে?
হাবলুঃ প্রশ্ন দুইদিন আগেই আউট হইছিল...
কৌতুকঃ৯
ক্লাশের ফার্স্ট বয় ক্লাশে ঢুকে ঘুমিয়ে পড়ল....
শিক্ষক: এই তুমি ঘুমাচ্ছ কেন?
ছাত্র: আমাকে আমার মত থাকতে দিন।
শিক্ষক: এমন করলে তুমি তো আর প্রথম হতে পারবে না।
ছাত্র: আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।
শিক্ষক: তুমি এবারও কিন্তু গণিতে ১০০ পাবে না এমন করলে।
ছাত্র: যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক....... সব পেলে ব্যর্থ জীবন।
শিক্ষক: তাহলে তুমি এখন ক্লাশে মন দিবে না?
ছাত্র: না....না না না..না.... না....না না না..না.... ..
কৌতুকঃ১০
নিউটনের মত গাধা দুনিয়াতে আর নাই...
১টা আপেল পড়ল মাথায় আর মহাকর্ষ আবিষ্কার করে ফেলল...
আর বাচ্চাকাল থেকে যে হিশু করত ওইটা কি নিচে না যাইয়া উপরে যাইতো???
কৌতুকঃ১১
গার্লফ্রেন্ডের হাতে সর্বশান্ত হওয়ার কারণে হাবলু ভিক্ষা করতে নামলো...
পান্থপথ সিগন্যালে প্রথম দিন ভিক্ষা করে পেল ১০০ টাকা...
প্রচণ্ড ক্ষুধার্ত হাবলু ঢুকে পড়ল হোটেল সোনারগাঁও-এ...
খাবারের বিল আসল ৩০০০ টাকা...
বিল পরিশোধ করতে না পারার কারণে হাবলুকে পুলিশ-এর হাতে ধরিয়ে দেয়া হল...
হাবলু পুলিশ-এর হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে জেল থেকে বেরিয়ে আসল আর ভাবল,"সামনের দিন Raddisson এ যামু। "
Moral of the story: দুর্নীতি'র জয় সর্বত্র।
কৌতুকঃ১২
এক পুলিস অফিসার ট্রেনিং এ গেছেন এবং সেখানে তাকে ট্রেনার SWOT এ্যানাল্যাইসিস সেখাচ্ছেন।
SWOT হল ব্যবসার ক্ষেত্রে শক্তি(Strength, দূর্বলত(Weakness), সূযোগ(Opportunity) ও ভয়(Threat)-এর বিবেচনা। পরে ট্রেনার ঐ অফিসারকে SWOT এর একটা উদাহরণ দিতে বললেন।
উত্তর টা ছিল এমন:-
আমার শক্তি হল আমার বৌ;
আমার দূর্বলতা হল পাশের বাড়ির বৌ;
আমার সূযোগ হল তার বর যখন বাইরে কোথাও যায়;
আমার ভয় আমি যখন বৌকে রেখে বাইরে যাই;
কৌতুকঃ১৩
বাংলাদেশি, জাপানি, আমেরিকান জাহাজে করে যাচ্ছে। হঠাত্ আমেরিকান তার পকেট থেকে কিছু ডলার বের করে পানিতে ফেলে দিল।
সবাই বলে উঠল, এ কি করলেন?
আমেরিকান বলল, cmn guys. it's something.
তা দেখে জাপানি হাতের ক্যামেরা ফেলে দিল & বলল, আমাদের দেশে ক্যামেরার অভাব নেই।
এসব দেখে বাংলাদেশি লোকটি সাথে থাকা তার ছেলেকে পানিতে ফেলে দিল, আমাদের দেশে জনসংখ্যার অভাব নেই।
জাহাজ ঘাটে ফিরার পর, ছেলেটি সাতরে এসে বাবাকে বলল, আব্বা ক্যামেরা ডুইবা গেছে, শুধু ডলার পাইছি .......
কৌতুকঃ১৪
এক বাচ্চা রোগীকে চিকিৎসক মূত্র পরীক্ষার পরামর্শ দিলেন।
নার্স বাচ্চাটিকে একটা টেস্টটিউব দিয়ে বললেন, যাও, টয়লেটে গিয়ে এটা ভর্তি করে আনো।
বাচ্চাটি কিছুক্ষণ পর হাসি মুখে টয়লেট থেকে বেরিয়ে নার্সকে খালি টেস্টটিউবটি দিয়ে বলল, এটার দরকার পড়েনি। ভেতরে বড় একটা কমোড আছে।
কৌতুকঃ১৫
দুনিয়ায় ভালর কোন জায়গা নাই...
বাসে এক মহিলা দাড়িয়ে দাড়িয়ে যাচ্ছিলো। পাপ্পু তাকে বলল , "অ্যান্টি, আপনি আমার জায়গায় বসেন"
শুনে মহিলা ঠাস করে থাপ্পর বসিয়ে দিল পাপ্পুর গালে।
বেচারা বাবার কোলে বসে যাচ্ছিলো
না আসলেই কারো ভালো করতে নাই...
কৌতুকঃ১৬
হাবলু decide করলো সে English শিখবে. তাই হাবলু ১টা essay শিখলো about 'FRIEND', কিন্তু exam এর দিন essay এলো on 'FATHER' ।
হাবলু friend এর সাথে father কে replace করলো essay তে. It read:
I am a very fatherly person, I have many fathers. Some of my fathers are male and some are female. I have a new neighbor, I wish to make him my new father.
কৌতুকঃ১৭
পাপ্পু একবার মাকে জিজ্ঞেস করলো " মা, Pregnant মানে কি??"
তার মা অনেক রাগ করলো... তা দেখে পাপ্পু ভাবলো Pregnant মানে রাগান্বিত
পরের দিন পাপ্পু স্কুল থেকে ফেরার সময় ধাক্কা খেয়ে এক মেয়ের উপর পড়ে গেলো...
দেখে মেয়েটির মা খুব রেগে গেলো...
এটা দেখে পাপ্প্য বলল, "পড়লাম আমি আপনার মেয়ের উপর... তাতে আপনি Pregnant হলেন কেন?"
কৌতুকঃ১৮
২ ছাত্র গরমের মাঝে রাত জেগে বারান্দায় পড়ছিল...
১জন জিজ্ঞেস করলো "কয়টা বাজে?"
আরেকজন একটা পাথর নিয়ে প্রতিবেশীর ঘরে মারল...সেখান থেকে এক মহিলা বের হয়ে বলল... "হারামির দল রাত ৩টা বাজে...এখন তো ঘুমাতে যা"
কৌতুকঃ১৯
সংসদের গেটের সামনে ভাঙাচোরা একটা সাইকেলে তালা মেরে রেখে যাচ্ছিল এক লোক। তা দেখে হা হা করে ছুটে আসে দারোয়ান।
চিৎকার করে বলে, ‘ওই ব্যাটা, এখানে সাইকেল রাখছিস কী বুঝে? জানিস না, এ পথ দিয়ে মন্ত্রী-মিনিস্টাররা যান। ’
লোকটা একগাল হেসে জবাব দেয়, ‘কোনো সমস্যা নাই ভাইজান, সাইকেলে তালা মাইরা দিছি। ’
কৌতুকঃ২০
একদিন ইভা রহমান চা খাচ্ছিলো।
একটা বাচ্চা মাছি নতুন উড়তে শিখেছে,তো মাছিটা উড়তে উড়তে চায়ের কাপে পড়ে গেলো। ইভা রহমান না দেখে মাছি সহই চা খেয়ে ফেলল।
পরে মাছিটার বাবা খোঁজ করতে এসে যা বলল তা শুনে ইভা রহমান অজ্ঞান হয়ে গেল।
কী বললো মাছিটার বাবা??
... .
.
.
.
.
.
.
.
.
"এই মেয়ে শোন,তোমার পেটে আমার বাচ্চা"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।