আমি আবির সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসা ডলফিন,হাঙ্গরসহ সামুদ্রীক প্রাণির মর দেহ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের পরিবেশ দিনে দিনে বিপন্ন হয়ে পড়ছে। সৈকতের বেলাভূমের বিভিন্ন স্থানে পড়ে থাকা মৃত সামুদ্রিক প্রাণির দুর্গন্ধ, সাগর থেকে ভেসে আসা নানা বজ্র এবং পর্যটকসহ দোকানদারদের সৈকতের যত্র তত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে গত দুদিনে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা সৈকতের বেলা ভূমে ঠিকভাবে ভ্রমন করতে পারছেন না।
কুয়াকাটা সৈকতের মনোলোভা দৃশ্য অবলোকনের জন্য প্রতিদিন দেশী-বিদেশী হাজার হাজার পর্যটক ছুটে আসে এখানে। অথচ ১৮ কিলোমিটার দৈর্ঘ সৈকতের সৌন্দায্য রক্ষায় সরকারি কোন উদ্যোগ নেই বললেই চলে।
সোমবার সৈকতে গেলে দেখা যায়, সৈকতের গঙ্গামতি থেকে খাজুরা পর্যনত্দ বিভিন্ন স্থানে সাগর থেকে ভেসে আসা হাঙ্গর,ডলফিনসহ সামুদি্্রক নানা প্রাণির মৃতদেহ পড়ে আছে। এসব প্রানীর মৃতদেহগুলো কুকুর-কাকে টেনে হিচরে খাচ্ছে। এতে করে এসব প্রাণির পঁচা গন্ধ চতুর দিকে ছড়িয়ে পড়ছে। তাই সৈকতের কোথাও দাড়ানো পর্যনত্দ যায় না। এমনকি বেড়াতে আসা পর্যটকরা সৈকতে না ঘুবে হোটেলে অবস্থান করছেন।
...বিস্তারিত পড়ুন... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।