লোভ লালসার জন্য নয় বরং লোভ লালসার বিপরিতে নিজেকে উৎসর্গ করতে চাই
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষা দেশের দ্বিতীয় সমূদ্র বন্দর বাগেরহাটের মংলায় পৌঁছানোর মধ্য দিয়ে শুক্রবার বিকেলে কক্সবাজার-সুন্দরবন রোড শো শেষ হয়েছে।
তবে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে শনিবার বিভাগীয় শহর খুলনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।
এর আগে শুক্রবার সকালে বাগেরহাট জেলা সদরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই রোড শোতে অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে রোড শোর গাড়ী বহরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজম খান।
পরে সকাল ১১ টার দিকে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে পৌছালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাড়ী বহরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এ সময় পুলিশের একটি চৌকশ বাদক দল বিউগল বাজিয়ে তাদের অভিবাদন জানায়।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। সম্মানিত বক্তা (গেস্ট অব অনার) হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার।
বক্তৃতা করেন পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (প্রিয়াব) সভাপতি এম. এনায়েতুল্লাহ, জেষ্ঠ্য সহ-সভাপতি সামছুল আলম, সহ-সভাপতি হাজি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম এলাহী শিমূল, বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, সুন্দরবন সমর্থক গোষ্ঠী বাগেরহাটের সাধারণ সম্পাদক বাবুল সর্দার প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় ডা. মোজাম্মেল হোসেন বলেন, দেশে পর্যটন শিল্পকে বিকশিত করতে সুন্দরবনকে বিশ্ববাসীর কাছে আরও পরিচিত করে তুলতে প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় সুন্দরবনকে স্থান করে দিতে হবে। এ জন্য আমাদের সবাইকে সুন্দরবনকে ভোট দিতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় উঠে এলে সুন্দরবনকে ঘিরে উন্নয়নের নতুন এক সম্ভাবনা সৃষ্টি হবে। দেশের পর্যটন শিল্পের অগ্রগতি হবে এবং এখানে দেশী বিদেশী বিনিয়োগ বাড়বে। ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
বক্তারা সুন্দরবনকে বেশী করে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান পরিবেশন করে।
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (প্রিয়াব) যৌথভাবে এই রোড শো-এর আয়োজন করে। ২৫ সেপ্টেম্বর শনিবার কক্সবাজার থেকে রোড শো-এর গাড়িবহর বাগেরহাটের মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত কক্সবাজার ও বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় তুলে ধরার লক্ষে প্রচারাভিযানের অংশ হিসেবে এই রোড শো-এর আয়োজন করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।