খুঁজছি.....
এই মাত্র তোমাকে দেখালাম সমুদ্দুর
গাঢ় নীল জলের প্লাবন, তারও নীচে
লতা গুল্ম, সামুদ্রিক শৈবাল, মাছেদের অদ্ভুত চোখ
তোমাকে দেখালাম নোনাজলে সুর্যালোকের গলিত
বিচ্ছুরণ, দুরে সৈকতে শুটকি মাছগুলোর রুপোলী সৌরভ
যেগুলো ঝুলে ছিল আংটায়, দড়িতে বা বাঁশের মাঁচায়
ট্রলারগুলোর মাস্তুলে রঙিন পতাকার ফুলঝুরি, আর.....
যে বাতাসে পতাকারা উড়ছিল পত-পত এবং
চলছিল সামুদ্রিক পাখি আর কাকগুলোর এলেমেলো ডুবসাঁতার.....
সীসেরঙা সৈকতে, বালির নিচে-
যেখানে চাপা পড়েছিল সেই সব নিঃসঙ্গ নাবিকদের
আর্তচিৎকার, যারা খুন হয়েছিল পর্তুগিজ ওলন্দাজ অথবা
বৃটিশ বেনিয়াদের আলোকিত তরবারীর ফলায়, সেখানে পায়চারী করছিল সেই সব ভদ্রলোকেরা, যাদের রক্তে ছিলো নুনের অভাব, তারা পান করছিল কোকাকোলা
তাদের থলথলে শরীরে সূর্য্যালোকের উত্তাপে
চর্বিপোড়া গন্ধ ভাসছিল সন্ধার অনেক পরেও যখন
হোমাগ্নী জ্বালিয়ে
পৌরানিক নাবিকদের আত্মাগুলোকে
বেঁচে থাকার রসদ যোগাবার জন্য মগিদের মদ ঢালা চলছিল
আর আদিবাসী মেয়েরা সাজছিল নাগরীর সাঁজে
আরও পরে, যখন শহুরে ভদ্রলোকেরা সেই সব হোটেলের কামরায়
নুনমাখা হাওয়ায় গা শুকোচ্ছিল
আর কিশোরীর বাদামী উরুর মতো ভাসছিল সৈকত;
পৌরানিক নাবিকেরা- যারা প্রতি দিন শেষ রাত পর্যন্ত হাঁতড়াতে থাকে প্রেয়সীর শরীর
খুঁজে পেতে মুক্তির পথ,
এবং আদিবাসী মেয়েরা ধীর পায়ে
হেঁটে যায়, সেইসব কামরায়, যেগুলো দাঁড়িয়ে থাকে
প্লাবনের পক্ষে নিরাপদ দুরত্বে কিশোরীর বাদামী উরুর মতো
সৈকতে জড়ুলের মতো অন্ধকারে এবং
রাতের বাকি প্রহরগুলো ভরে থাকে চোলাই মদের গন্ধে ভরা বাতাসে
কাঁচ ভাঙার শব্দসমেত
এইমাত্র তোমাকে দেখালাম
গাঢ় নীল জল, জলের প্লাবন তারও নীচে
মাছেদের অদ্ভুত নীল চোখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।