আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকের কাছে ক্ষমা চাওয়ার আনিসুল হক কে?

I am trying my best to learn. আনিসুল হক একজন সাহিত্যিক (হালকা ধরনের), সাংবাদিক (আওয়ামীমনা) তিনি সরকারের সেই কৃষকের পিড়নের জন্য কৃষকের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু কথা হল তাকে ক্ষমা চাওয়ার দায়িত্ব কে দিয়েছে? তিনি ক্ষমা চেয়ে কৃষকের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছেন। কৃষকের এখন ক্ষমা দেয়ার সময় নয়, এখন সময় ক্ষুব্ধতা প্রদর্শনের, দাবী আদায়ের। আনিসুলরা জন্ম নিয়েছে একটি দলের পক্ষে ইনয়ে বিনিয়ে দালালী করার জন্য। কৃষকের জন্য কিছু করার জন্য নয়।

তিনি গবেষক(!) আবুল বারাকাতের পক্ষে কথা বলেছেন। আবুলরা সরকাছে ছেয়ে গেছে। এই আবুলের আগেইতো অন্য একজন টাকা পাঠিয়েছে, আর কৃতিত্ব নিতে চাচ্ছেন আবুল বারাকাত? তার ব্যাংকে গত কয়েক বছর টাকার বিনিময়ে চাকুরি হয়েছে? তিনি কি ছিড়েছেন, আজও দালালরা ঘুরে ঘুরে চাকুরিগ্রহিতাদের খুঁজা হচ্ছে লাখ লাখ টাকার বিনিময়ে চাকুরি দেয়ার জন্য। সেই আবুল এখন কৃষক দরদী সাজলেন!! এইসব দেশপ্রেমিকদের হতে সাবধান হওয়া দরকার। কৃষকদের নিজেদেরই দাবী আদায় করতে হবে।

কৃষকরা কারো করুণা নিয়ে বাঁচবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.