শাফিক আফতাব................... কেউ দেখতে পায় না তোমাকে, শুধু আমি পাই ; তুমি হাওয়ার ভেতর দিয়ে হেঁটে আসো ; কিংবা পানির উপর দিয়ে ; তুমি রাজপথ সাঁতরিয়ে ডাঙ্গায় ওঠো, তুমি এক যাদুকর নেতা _ তুমি মাটিতে নামো না, মাঝে মাঝে এ্যারোপ্লেনে মহড়া দাও _ নিরীহ জনগণ তোমাকে তাকিয়ে দেখে : তুমি কখনো দৈত্য হও, কখনো ভূত, কখনো রাজার পুত । তোমার বিশ্বাস নেই, তুমি এই কাঁদছো, করুণা মাঙছো, অথচ যাদুর গুঁটি পেয়ে গেলে তুমি কাউকে চেনো না ; তুমি প্রজাসাধারণকে বোকা বানিয়ে সিন্ধুকের দেরাজ খুলে যা পাও লুকাও কিংবা পাঠাও বাপের বাড়ী। তোমাকে কেউ দেখতে পায় না। আমি পাই টের। তুমি চতুর এক যাদুকর, তুমি রাত্রির আঁধারে মিশে থাকো। হাওয়ার ভেতর দিয়ে হেঁটে চলো। তুমি দিনদুপুরেই লক্ষ লক্ষ লোককে বোকা বানিয়ে তাদের অধিকার হরণ করো, কেউ দেখতে পায় না তোমাকে, আমি পাই টের তুমি হাওয়ার ভেতর থেকে যাদুর গুঁটি চালো................ ১৫.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।