আমাদের কথা খুঁজে নিন

   

কামারুজ্জামানের রায়: রাজশাহীতে সহিংসতা

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর তিনটি স্থানে তারা সড়ক অবরোধসহ নাশকতার চেষ্টা চালায়।
এ সময় বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, রায় ঘোষণার পর নগরীর সাগরপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রশিবির কর্মীরা।
সেখানে পুলিশ পৌঁছলে বোয়ালিয়া মডেল থানার জোনের সহকারী কমিশনার (এসি) রোকনুজ্জামানের গাড়ি লক্ষ্য করে দুইটি হাতবোমা নিক্ষেপ করে তারা।


পুলিশ রাবার বুলেট ছুড়লে তারা পালিয়ে যায়।
পৌনে তিনটার দিকে শিবির কর্মীরা নওদাপাড়ার এলাকার পবা উপজেলার পরিষদের সামনে রাজশাহী নওগাঁ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এ সময় সেখানে পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পুলিশ বেশ কয়েকরাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
অপরদিকে, তিনটার দিকে শিবিরকর্মীরা খড়খড়ি এলাকায় শহর বাইপাস সড়কে রাস্তার গাছ কেটে ও আগুন জ্বালিয়ে অবোরধ করে।


পুলিশ পৌঁছলে শিবিরকর্মীরা পুলিশকে ধাওয়া করে ৫/৬টি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
উভয়ের মধ্যে প্রায় আধাঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটে।
পরে অতিরিক্ত পুলিশ গেলে শিবিরকর্মীরা পালিয়ে যায়।


মহানগর শিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, তিনজন গুলিবিদ্ধসহ তাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। তবে আহতদের কোথায় চিকিৎসা দেয়া হয়েছে বা ভর্তি করা হয়েছে তা তিনি জানাননি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.