আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে সংহতি অনুষ্ঠানে জবির ২৯ শিক্ষার্থী আটক, পরে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় স্বার্থে ব্লগার অ্যাকটিভিস্ট এতে অংশ নেয়।

কিছুই কমু না.. শাহবাগ থেকে: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ২৯ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রমনা জোনের এসি শিবলী নোমান জানান, নাশকতামূলক কার্যক্রম চালাতে পারে, এরকম গোপন সংবাদ ভিত্তিতে ২৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে সাধারণ পথচারীরা রয়েছে। শুক্রবার বিকেলে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বিভিন্ন ব্লগ অ্যাকটিভিস্ট ও সচেতন নাগরিকদের সংহতি জানানোর কথা ছিল। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিকেল চারটায় শুরু হওয়ার কথা ছিল। এর আগেই শিক্ষার্থীদের আটক করা হয়। সূত্র জানায়, পরে অনুষ্ঠিত সমাবেশে ফারুক ওয়াসিফ, ফিরোজ আহমেদ, পিয়াস, করিম, অরূপ রাহী, জাঈদ আজিজ প্রমুখ যোগ দিয়েছেন। জাতীয় স্বার্থে ব্লগার অ্যাকটিভিস্ট এতে অংশ নেয়। বিডিনিউজ২৪.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।