আমাদের কথা খুঁজে নিন

   

অপরিচিতা

কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা,,,,,, স্বেচ্ছায় নির্বাসনে যাবে বলে পণ করেছে সে- ওই জীবনটাই নাকি প্রার্থিত। স্বেচ্ছায় সে অশ্রুকে নিমন্ত্রণ জানায়। অশ্রুগুলোও ধরা দেয়-বোধ হয় ওরা গর্ব বোধ করে। ওরা যখন চোখের তারায় আশ্রয় নেয় বেশ লাগে তখন দেখতে তাকে। আকাঙ্ক্ষিত অশ্রু অলঙ্কারের মূল্য পায়। আমি দেখেছি সেই মানবীকে খুব কাছে অথচ দূর থেকে। তার জীবনে কোন শূন্য গহ্বর আমার চোখে পড়েনি। যোগ্যতার মানদণ্ডে সে পরিপূর্ণ। নির্বাসিত জীবনের প্রার্থনা কেন আমি তার উত্তর পাইনি। যত দেখেছি মুগ্ধ হয়েছি সন্ধ্যা তারার মত চোখ দুখানির ভাষা আমি পড়তে পারিনি... জানতে পারিনি আমি ঐ অনন্ত রহস্যময়ীকে!!!!..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।