আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুরে মুভ করতে চাই..... এক রুম এর ব্যচেলর বাড়ি.... কোন তত্য সাহায্য

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। মো:পুর থেকে মিরপুরে মুভ করতে চাই। একা রুম নিয়ে থাকার ইচ্ছা। মো:পুরে একা রুম নিয়ে থাকতে গেলে খরচ পড়বে প্রওায় ৫০০০+ টাকা। এত খরচ করার সামর্থ নাই।

এখনও ছাত্র। শুনেছি মিরপুরে অনেক কম ভাড়ায় এক রযুমের মেস কিংবা বাড়ি পাওয়া যায়.... এ ব্যপারে তথ্য জানান। পানি/বিদ্যুত/গ্যাস এর অবস্থা কি? এলাকার পরিস্থিতি কি? ভাড়াই বা কত হতে পারে। সাম্ভাব্য এলাকা মিরপুর ১০, সেনপাড়া, কাজীপাড়া। এরাউন্ড।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।