ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি স্টেশনের উল্টোপাশে তানজীল পরিবহনের বাসটি দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালক ও সহকারী। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।
ফরহাদুজ্জামান বলেন, “আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।”
একাত্তরে গণহত্যার জন্য আল বদর নেতা কামারুজ্জামানকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায় প্রত্যাখ্যান করে সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে জামায়াতে ইসলামী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।