সোমবার সকাল ৯টার দিকে মিরপুর ১ নম্বর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানয়।
মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শতাধিক জামায়াত-শিবির কর্মী জঙ্গি মিছিল নিয়ে রাস্তার গাড়ি ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ সেখানে গেলে তারা ইট ছুড়তে শুরু করে।”
এরপর পুলিশ তাদের ধাওয়া দিয়ে হঠিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে বলে ওসি জানান।
তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
এদিকে রোববার বিকালে কেরানীগঞ্জের তারানগর এলাকা থেকে ১৭ জামায়াত শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মিশন স্কুলে গোপন বৈঠক করার খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আদালতে পাঠানো হচ্ছে বলে ওসি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।