শুক্রবার সকালে মিরপুর ২ নম্বর সেকশনের হাজি রোডে এ/১/১ নম্বর বাড়ির কাছেই তার লাশ পাওয়া যায় বলে মিরপুরে থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান।
নিহত সাইদুর রহমান (৩৫) গত কয়েক বছর ধরে ওই বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন। ওই ভবনের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে তিনি থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভোরে বাসা থেকে বের হন সাইদুর। পরে সকালে বাড়ির কাছে রাস্তার ওপর তার মৃতদেহ পাওয়া যায়।
”
সাইদুরের পিঠে গভীর দুটি ক্ষতচিহ্ন রয়েছে। তার মোটর সাইকেল ও মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না বলে জানান সালাউদ্দিন।
কারা, কীভাবে তাকে হত্যা করেছে জানতে না পারলেও পুলিশের ধারণা, সাইদুরকে খুন করে তার মোটর সাইকেলটি নিয়ে যায় হামলাকারীরা।
নিহত সাইদুরের বাড়ি জামালপুর সদরে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।