তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল অপরাধীদের বিচার নিয়ে ইকনোমিস্ট পত্রিকার মাথাব্যাথার কারণ কি? বাংলাদেশের স্বাদীনতা যুদ্ধের সময় ইকনোমিস্ট কি ভূমিকা রেখেছে তা জানিনা তবে যুদ্ধটা তো হয়েছে বাংলাদেশে। যারা নির্যাতিত হয়েছেন তারাও বাংলাদেশের। অপরাধীরাও এখন বাংলাদেশে রাজনীতি করেন। পরের বিষয় নিয়ে নাক গলানো পশ্চিমাদের একটি অপ স্বভাব। আকাশে সূর্য নাই এটা যেমন মিথ্যা নয়, জামাতীরা অপরাধ করে নাই সেটাও তেমন মিথ্যা নয়। এটা মনে রাখা দরকার জার্মান নাজীদের অপরাধ এখনো ঢেকে যায় নি। কিন্তু বাংলাদেশের যুদ্ধপরাধীরা অনেক প্রমাণ নষ্ট করে, নিজের নাম এফিডেফিট, পশ্চিমা সার্টিফিকেট জোগাড় করে নিজেদের নিরপরাধী প্রমাণের চেষ্টা করছে। ইকনোমিস্ট পত্রিকা মধ্যপ্রাচ্যে পশ্চিমা আগ্রাসন নিয়ে কি করেছে? আমেরিকার মৃত্যুদন্ডকে মানবাধিকার লঙ্ঘণ বলছে না কেন? ইরাক যুদ্ধের মিথ্যে অজুহাত নিয়ে কতটা সক্রিয় ছিল? ইকনোমিস্ট অর্থনীতি মানে টাকা পয়সার হিসাব ভালই বোঝে এবং অচিরেই ইকনোমিস্ট পত্রিকা টয়লেট পেপারে রূপান্তরিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।