আমাদের কথা খুঁজে নিন

   

ইকোনোমিস্ট এর নিউজের প্রতিবাদ জানাবে সৎসাহসী দীপুমনি।

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে সীমান্ত হত্যা নিয়ে তার তেমন মাথাব্যাথা না থাকলেও ইকোনোমিস্ট সত্য কথা বলাতে তেলেবেগুনে জ্বলে উঠিছেন জ্বালাময়ী পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। খবরে প্রকাশ সীমান্ত হত্যা বিষয়ে তিনি দাদাদের কে কোন প্রতিবাদ করতে লজ্জা পান। এবং তিনি এটাকে নুন খাওয়ার চরম বরখেলাপ বলে মনে করেন। তিনি পারসোনালি মনে করেন সীমান্তে বাঙ্গালী হত্যা হবে এটা স্বাভাবিক। কারন বাঙ্গালী কলকাতা , আসামে ও আছে আবার বাংলাদেশেও আছে।

চোর বাটপার ও দুই পাশেই আছে। তাই কোন চোর মারা পড়লে আমাদের কোন খবর নেওয়াই উচিৎ না বরং দাদাদেরকে এজন্য সাধুবাদ জানানো উচিৎ সন্ত্রাসবাদ দমনের জন্য। কিন্তু সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্যা ইকোনোমিস্ট খালেদা জিয়া ও হাসিনা দুজনকেই দুর্নীতিবাজ বলাতে দীপুমনি এর শক্তকষা এক প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। কারন তিনি মনে করেন খালেদা একাই দুর্নীতিবাজ। হাসিনার চরিত্র ফুলের মত পবিত্র।

২০০৮ সালের পুত পবিত্র নির্বাচন নিয়েও তারা কটাক্ষ করেছে। তারা বলেছে আওআমিলীগের জয় ভারতের পরামর্শে ও অর্থে সফল হয়। কত বড় সাহস?? খবর বিডিনিউজ২৪ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।