আপাতত ঘুরপাক খাচ্ছি! একটা ঝড় আসুক, কালবোশেখীঝড়! কলাপাতা মোড়ানো জীবন মিথ্যে আলিঙ্গন মিথ্যের হাতছানি ব্যভিচারী সময় হোক অপসারণ। একটা ঝড় আসুক, বালিঝড়! জীর্ণ বাহু থমকে পড়া শরীর ভেঙে যাক চুরমার হোক ধ্বসে পড়ুক প্রতিটি কণায়। একটা ঝড় আসুক, সাইবেরিয়ানঝড়! ধ্বংস হোক তুষার দেয়াল মৃতবৎ মরালের ডানায় জমাট বরফখন্ড হোক একেকটি অজর জলফোঁটা। একটা ঝড় আসুক, সমুদ্রঝড়! মৌনতা গ্রাস হোক উত্তাল ঢেউ তরঙ্গে, নব দ্বীপে জেগে উঠুক এক সমুদ্র সফেন মন। ছবিঃ নিজস্ব এ্যালবাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।