আমাদের কথা খুঁজে নিন

   

সিসা সেবন সিগারেটের চেয়েও বিপজ্জনক

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি তারা সবাই সিসা'র সাথে পরিচিত। কেউ কেউ আবার এর স্বাদ নেওয়ার সুযোগও পেয়েছি । এই সিসা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর আসুন সবাই জানি । শুনা কথা ঢাকায় নাকি সিসার অনেকগুলো দোকান হয়েছে ! সিসা সেবন সিগারেটের মতই ক্ষতিকর। সিসা অথবা হার্বাল তামাকের কারণে মানুষ উচ্চমাত্রার কার্বন মনোক্সাইডজনিত সমস্যায় আক্রান্ত হতে পারে।

একটি গবেষণায় দেখা গেছে, একবার সিসা সেবনে একটি সিগারেটের চেয়ে ৪/৫ গুণ বেশি কার্বন মনোক্সাইড গ্রহণ করা হয়ে থাকে। উচ্চমাত্রার কার্বন মনোক্সাইডে মস্তিষ্কের ক্ষতি হতে পারে এবং অচেতন হওয়ার সম্ভাবনা থাকে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ ও মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য পাওয়া যায়। সিসা কি? মাদক গ্রহণকারীদের কাছে এটি ইদানিং জনপ্রিয় হয়ে উঠছে। বহু আরব দেশেই এটি খুব জনপ্রিয়।

এটি এক ধরনের হুক্কা। একটি পানির পাইপ থাকে যা আমাদের হুক্কার নলের মত। ফলের সুগন্ধযুক্ত তামাককে কয়লা দিয়ে পোড়ানো হয়। ফলে এক প্রকার ধোঁয়া বের হয়। এই ধোঁয়া নলের মাধ্যমে নাক-মুখ দিয়ে গ্রহণ করা হয়।

সমীক্ষায় দেখা গেছে, সিসা সেবনকারী একবার ৪০ থেকে ৭০ পিপিএম (পার্টস পার মিলিয়ন) কার্বন মনোক্সাইড তাদের শ্বাসের সঙ্গে গ্রহণ করে। এর ৮ থেকে ১২ ভাগই রক্তের সঙ্গে মিশে যায়। তামাক নিয়ন্ত্রণ সহযোগিতা কেন্দ্রের পরিচালক ডা. হিলারি ওয়েরিং বিবিসি’র এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে বলেন, গবেষণার ফলাফল দেখে তিনি আতংকিত। স্বাস্থ্য বিভাগের আঞ্চলিক ম্যানেজার পল হুপার বলেন, সিসা বিপজ্জনক এই যে তথ্য আমরা পেয়েছি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, অনেকেই সিসাকে ধূমপানের মত ক্ষতিকর বলেও মনে করে না।

যুক্তরাজ্যে বিশেষ করে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে সিসা বারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সিসা বারগুলোতে নিচু টুল ও নরম কুশন দিয়ে আরাম করে বসার একটি পরিবেশ তৈরি করা হয়। ইদানিং অনেকেই সিসা পার্টিতে যাচ্ছে অনেকটা ধূমপানের চেয়ে এটি কম ক্ষতিকর মনে করেই। একজন পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলেন, আমার মা আমাকে সিসা গ্রহণ করতে দেখলেও এতটা গুরুত্বের সঙ্গে নেন না, যতটা সিগারেট খেতে দেখলে নেন। গবেষণায় আরো দেখা গেছে, অনেক অন্তঃসত্ত্বা নারী উচ্চমাত্রার কার্বন মনোক্সাইডের ক্ষতির কারণে যেখানে ধূমপান ছেড়ে দিচ্ছেন, সেখানে সিসা গ্রহণ অব্যাহত রেখেছেন।

ডা. ওয়েরিং বলেন, আমরা দেখেছি সিসা গ্রহণের একটি সেসনে (৩০ মিনিটে ১০ মিলিগ্রামের) যে কার্বন মনোক্সাইড উত্পন্ন হয় তা একটি সিগারেট গ্রহণের ৪ থেকে ৫ গুণ বেশি। তবে সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে একটি সিগারেটের চেয়ে ৪০০ থেকে ৫০০ গুণ বেশি বিপজ্জনক হচ্ছে সিসা। ওয়েরিং বলেন, সাম্প্রতিক গবেষণায় প্রাপ্ত ফলাফলের পরিপ্রেক্ষিতে ধূমপায়ীদের ধূমপানের ব্যাপারে দুইবার চিন্তা করতে হবে। এদিকে লন্ডনের এজবার রোডে বিপুল সংখ্যক সিসা ক্যাফে বা হুক্কা বার রয়েছে। সেখানে সিসা গ্রহণকারীরা নিয়মিত যাতায়াত করে।

তাদেরই একজন বলেন, সিগারেট খেলে মারা যাব এটি জানি কিন্তু সিসাতে মারা যেতে পারি তা তো জানি না। তবে সবাই যে বিষয়টা মেনে নিচ্ছে তা না। ২৭ বছর বয়স্ক আক্রাম বার্মিংহামে একটি রেস্টুরেন্টে ও সিসা বার পরিচালনা করেন। আক্রাম বলেন, আমি দেখেছি সিসা এমন কোন ক্ষতিকর নয়, এমনকি একটি সিগারেটের মতও না। তবে তিনি নিজে কখনও সিসা গ্রহণ করেননি বলে জানান।

এনএইচএস-এর স্টপ স্মোকিং সার্ভিসে কর্মরত তরুণ কাসেম চৌধুরী জানান, একটি সিসার নল ভাগাভাগি করে গ্রহণ করার ফলে জীবাণু একজনের থেকে আরেকজনে সংক্রমিত হতে পারে। এতে যক্ষ্মাসহ নানা সংক্রামক রোগের উচ্চ ঝুঁকি থেকে যায়। বর্তমানে সোয়াইন ফ্লু একটি ব্যাপক আলোচিত বিষয়। এর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও এ ধরনের কার্যকলাপে স্বাস্থ্যগত উদ্বেগের বিষয়টি থেকেই যায়। ডা. ওয়েরিং বলেন, সিসা কিভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং জনগণকে তা জ্ঞাত করার জন্য এ নিয়ে আরো গবেষণা হওয়া দরকার।

এশিয়ান নেটওয়ার্ক বিবিসি। সূত্র : Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.