পুলিশ জানায়, রোববার রাতে সুয়াপাড়া গ্রামে চুন্নু ভূঁইয়ার বাড়িতে এ হামলা হয়। তবে, এটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার কারণে হামলা তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যাবে না।
নিহত হন চুন্নু ভূঁইয়ার ছেলে ফয়সাল ভূঁইয়া (২৮)। আহত চুন্নু ভূঁইয়াকে
টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাই ফরহাদ ভূইয়া জানান, একদল ডাকাত তাদের বাড়িতে ঢুকেই তার বাবাকে রাম দা দিয়ে কোপ দেয়, ছোট ভাই ফয়সাল ছুটে এলে তাকেও কুপিয়ে আহত করে।
পরে দুজনকে বেঁধে ফেলে।
এ সময় বাড়ির অন্য সদস্যরা চিৎকার করলে গুলি করারও হুমকি দেয় তারা। পরে ঘরের আসাবাপত্র তছনছ করে চলে যায়।
এরপরই আহত দুজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ওই বাড়িতে কী লুটপাট হয়েছে, তা জানা যায়নি।
“নিম্নবিত্তের ওই টিনের ঘরে তেমন কিছু ছিলও না। তাই এটি ডাকাতি, নাকি পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড তা নিয়ে তদন্ত চলছে,” বলেন ওসি।
হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।