আমাদের কথা খুঁজে নিন

   

মুন্সীগঞ্জে সংখ্যালঘুদের মানববন্ধন

বুধবার সকালে কুকুটিয়া ও সুরদিয়া গ্রামের হিন্দু জেলে সম্প্রদায়ের লোকজন এই কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবি, সরকারি দলের কিছু প্রভাবশালী লোক তাদের পুকুরটি দখল করার পাঁয়তারা চালাচ্ছেন।
কুকুটিয়া ও সুরদিয়া গ্রামের হিন্দু জেলে সম্প্রদায় মৎস্যজীবী সমিতিরি সভাপতি মন্টু দাস অভিযোগ করেন,  কুকুটিয়া বাজার সংলগ্ন প্রায় ৭০ বছরের পুরনো মৎস্যজীবী সমিতির এক একর ২৩ শতাংশ আয়তনের পুকুরটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, যুবলীগ সভাপতি আ. হালিম শেখ ও ইউপি সদস্য বাবুল চৌধুরীসহ সরকার দলীয় একটি ভূমিদস্যু সিন্ডিকেট জাল দলিল করে গ্রাস করার পাঁয়তারা করছে।
এ ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার অভিযোগ করেও বিষয়টির সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের।
কুকুটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান জানান, কয়েক যুগ ধরে এই এলাকার জেলেরা তাদের সমিতির পুকুরটি ভোগ দখল করে আসছেন।
মৎস্যজীবী সমিতির সদস্য ও সাবেক ইউপি সদস্য বাসুদেব জানান, পুকুরটির আয় থেকে প্রতিবছর দুই গ্রামে দুটি হরিসভার আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়া জানান, যারা পুকুরটি দখল করতে চাচ্ছে তারা কাজটি ঠিক করছে না।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকাল ৩টায় তার কার্যালয়ে মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে বসা হবে বলেও তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.