আমাদের কথা খুঁজে নিন

   

মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

বৃহস্পতিবার ভোরে উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভূঁইয়া পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের শাহরস্তীর আলী আমহম্মদের ছেলে বাসচালকের সহকারি মিজি মো, আকবর (২৫), বাসযাত্রী কুমিল্লার সদর দক্ষিণের মৃত আকমতের ছেলে মো. আশরাফ (৬৫) এবং কুমিল্লার বরুরার রুবেল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫)।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি থেকে কুমিল্লা যাচ্ছিল।
ভোর ৫টার দিকে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা টমেটো বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে বাসটি ছিটকে রাস্তার পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন।

 
পুলিশ ট্রাকটি আটক করেছে। বাসটি এখনও খাদে পড়ে আছে। আহত অন্য যাত্রীদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এএসপি তারিকুল।
এর আগে বুধবার রাত ২টার শ্রীনগর উপজেলার হরপাড়ায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মুন্সী সজিব পারভেজ (২৫) ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে জানায় পুলিশ।
সজিব শরীযতপুর জেলার নড়িয়া থানার বড্ডা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

                             
শ্রীনগর থানার ওসি মো জসীমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.