ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আগ্রাবাদের এক্সেস সড়কে জড়ো হয়ে শিবিরকর্মীরা হাতবোমা ছোড়ে। এতে জামাল নামে এক পথচারী পায়ে গুরুতর জখম হন।
মোবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ী জামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা সকালে নগরীর আকবর শাহ এলাকায় একটি লেগুনায় এবং সীতাকুণ্ডে একটি ট্রাকে আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হরতালের মধ্যে সকাল থেকে নগরীর সড়কগুলোতে গণপরিবহন চলছে।
দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যাংক-বীমাসহ সরকারি অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম চলছে।
আকবর শাহ থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সকাল ৮টার দিকে কয়েকজন শিবিরকর্মী দুটি মোটরসাইকেলে করে এসে একটি লেগুনায় আগুন দেয়।
এ সময় লেগুনায় কোনো যাত্রী ছিল না বলে জানান তিনি।
শিবির কর্মীরা ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলায় একটি ট্রাকে আগুন দেয় বলে সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম জানান।
এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান তিনি।
সাবেক আমির গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার দিন সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।