গুরুতর অসুস্থ গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আবসারের অবস্থা সংকটাপন্ন। গত ১১ সেপ্টেম্বর 'মস্তিষ্কের রক্তক্ষরণের' কারণে তাকে রাজধাণীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ সেপ্টেম্বর তার মস্তিষ্কে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হয়। কামরুদ্দিন আবসারের চিকিৎসার ব্যয়ভার বহনে 'ছবির হাটের' উদ্যোগে চারুশিল্পী-সঙ্গীতশিল্পী ও নানা পর্যায়ের সাংস্কৃতিক কর্মীরা একটি 'চিকিৎসা সহায়তা তহবিল' গঠনে কাজ করছে। দিনব্যাপী উন্মুক্ত ছবি আঁকা, ছবির প্রদর্শণী ও ছবি বিক্রি এবং সন্ধার পর গণসঙ্গীত আয়োজন। শুভেচ্ছা মূল্যঃ ১০০ টাকা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে ছবির হাটেই। গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আবসারের জন্য গণসঙ্গীত অনুষ্ঠান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।