আমাদের কথা খুঁজে নিন

   

গণসঙ্গীত রচনার দায়ে কারাগারে যাওয়ার আশঙ্কা ইলাহির



ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রতিভাদীপ্ত এক তরুণ ভারতের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য শেষ পর্যন্ত সংগীতকে বেছে নিয়েছেন। এমসি কাশ হিসেবে পরিচিত রওশন ইলাহি নামের বিশ বছর বয়সী এই শিল্পী এরই মধ্যে শ্রীনগরসহ কাশ্মিরে প্রধান প্রধান শহরে বিশাল ভক্তমন্ডলী গড়ে তুলেছেন এবং সংগীতের মাধ্যমে মানুষকে ভারতের শাসন বিরোধী সংগ্রামে উজ্জীবিত করছেন। তরুণ এ শিল্পী কাশ্মিরে চলমান সংগ্রামকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য ইংরেজীতে লেখা সংগীতের আশ্রয় নিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মিরের ওপর ভারতের শাসনের প্রতিবাদ জানানোর জন্য সংগীতে তীক্ষ্ম শব্দের হুল ফুটাতেও দ্বিধা করেননি তিনি । কাশ্মিরে ব্যাপক জনপ্রিয় এ শিল্পী আমাদের সংবাদদাতাকের বলেন, তিনি জানেন, এ ধরনের গণ-সংগীত রচনার দায়ে তাকে যে কোনো সময়ে কারাগারে যেতে হতে পারে।

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ভারত বিরোধী চেতনা উস্কে দেয়ার অভিযোগে গত কয়েক মাসে কাশ্মিরে বেশ কয়েকজন শিক্ষাবিদকে গ্রেফতার করেছে পুলশি। এদিকে উইকিলিকসের ফাঁস করা নথিপত্রে ভারতের মানবাধিকার লংঘনের কথা যখন বলা হয়েছে তখন এ সব ঘটনা ঘটছে কাশ্মিরে। উইকিলিকসের ফাঁস করে দেয়া নথিপত্রে দেখা গেছে, ভারতের নিরাপত্তা বাহিনী যে কাশ্মিরে মানুষের ওপর নির্যাতন করছে তার প্রমাণ মার্কিন কূটনীতিবিদদের কাছে তুলে দিয়েছে রেড ক্রুশ। রেড ক্রশের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত সরকার বির্তকিত এই অঞ্চলের মানুষের ওপর নির্যাতনের দাবিকে সব সময়ই উড়িয়ে দিতে চেয়েছে। গত ছয় মাসে ভারত বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মিরে নিহত হয়েছে অন্তত ১১১ জন ।

নিহতদের মধ্য নারী ও শিশু রয়েছে। রেড ক্রশ আরো বলেছে, কাশ্মিরে যে বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক রাখা হয়েছে তাদের বেশির ভাগই নিরীহ বেসামরিক মানুষ। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অনেক মানবাধিকার গোষ্ঠি কাশ্মিরে মানবাধিকার লংঘন প্রতিরোধে ভারতের প্রতি জরুরী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।