আমাদের কথা খুঁজে নিন

   

একটি হারিয়ে যাওয়া গণসঙ্গীত : আমি মানুষের ভাই স্পার্টাকাস

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

রচনা : শহীদ শহীদুল্লাহ কায়সার সুর : শহীদ আলতাফ মাহমুদ আমি মানুষের ভাই স্পার্টাকাস আমি পুবে পশ্চিমে, আকাশে বিদ্যুতে উত্তরে দক্ষিণে হাসিতে নদীর কলতানে আমরা সাগরের গর্জনে চলি অবিরাম অগ্নি আখরে লিখি মোদেরই নাম।। আমরা দেশে দেশে যুগে যুগে কালে কালে অন্যায়ের আঘাত হানি আমরা যে জীবন মানি।। আমরা যে পেয়েছি রক্ত-দ্বীপের নিশানা আমরা মেনেছি সূর্যের ঠিকানা আমরা চলি অবিরাম অগ্নি আখরে লিখি মোদেরই নাম।। * গানটি রচিত এবং গাওয়া হয়েছিল ১৯৬৭ সালে, মহান রুশ বিপ্লবের ৫০ বছর পূর্তি উপলক্ষে পল্টনে অনুষ্ঠিত দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমাদের প্রজন্মের কেউ-ই এ গানটি শোনেনি, কারণ এখন আর কাউকেই গানটি গাইতে শুনি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.