যার বাহিরে থাকার কথা সে বাহিরে-ই থাক অন্তরে প্রবেশের প্রয়োজন নেই। বাহিরের মানুষ অন্তরে প্রবেশ করলে আবার বাহিরে চলে যায়। অপ্রকাশিত কথা অপ্রকাশিত-ই থাক প্রকাশ পাবার আকাংখা নিয়ে ঢুকরে মরুক, প্রকাশ পাওয়া এখন অসময়ে নিঃষ্প্রয়োজন। কখনো কখনো সাগরের নীল আর আকাশের নীল এক হয়ে যায় আবার তারা পথ চলায় পৃথক হয়ে যায়... সব কথা একই, সব ব্যথা একই; কথা সব এখনো বন্ধী এখানে, ব্যথা সব এখনো বন্ধী এখানে, বন্ধী হয়ে থাক সারাটা জীবন। হৃদয় তো একপ্রকার কারাগার-ই বটে...। রিয়া হাবিব ২০০১-২০০২ ছবিসূত্র: ইন্টারনেট থেকে নেয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।