আমাদের কথা খুঁজে নিন

   

পঁচিশ বছর পরও মহিলার লাশ অক্ষত

ষোল কোটি মানুষের একজন বরগুনা জেলা শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নলটোনা গ্রামের ফকিরবাড়ির বাঁধানো কবর বিষখালী নদীতে ভেঙ্গে গেলে একটি অক্ষত লাশ বের হয়ে আসে। লাশটি ২৫ বছর পূর্বে মৃত রূপসন বিবির (৭০)। তিনি মুজাফ্ফর ফকিরের স্ত্রী। শুক্রবার লাশটি নতুন ফকিরবাড়ির কবরস্থানে পুনরায় দাফন করা হয়েছে। রূপসন বিবির পুত্র মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার চান মিয়া (অব. পুলিশ সদস্য) জানান, শুধু মহিলারা ও তিনি রূপসন বিবির মুখমণ্ডল, দাঁত, চুল ও দেহ অক্ষত অবস্থায় দেখেছেন।

লাশের গায়ে জড়ানো কাপড় নতুনের মতই। চান মিয়াকে তার মায়ের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মাকে আমি কোন রাতে ঘুমাতে দেখিনি। রাতে জিকির করতেন, নামাজ পড়তেন ও কাঁদতেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, আমি একমাস পূর্বে স্বপ্নে দেখি মা-বাবা আমার বাড়ি এসেছে। এখন মায়ের লাশ পেলাম কিন্তু বাবার কবর সম্প্রতি মহাসেনের তাণ্ডবে নদীতে ভেঙ্গে গেছে।

সুত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।