শিল্প পুলিশ জানিয়েছে, সোমবার সকালে পৃর্ব নরসিংহপুরে ‘মেডলার এ্যাপারেলস লিমিটেড’ বন্ধের বিজ্ঞপ্তি মূল ফটকে ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
শ্রমিকরা কাজে এসে নোটিশ দেখে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে তাদের সড়িয়ে দেয়।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে কারখানার উপমহাব্যবস্থাপক শহীদুল ইসলাম, উৎপাদন ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান ও ব্যবস্থাপক (প্রশাসন) হাফিজ উদ্দিনকে অপসারণসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে এখানে অসন্তোষ চলছে।
এক পর্যায়ে কোনো সমঝোতা না হওয়ায় গত বৃহস্পতিবার থেকে কারখানার প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে। এ সময় বিক্ষোভও করে তারা।
অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।