শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভসহ ভাঙচুর করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে মালিকপক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় আশুলিয়ার মির্জানগর এলাকার বিশ্বাস গ্রুপে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টায় বিশ্বাস গ্রুপের প্রায় দুই হাজার শ্রমিক কারখানায় প্রবেশের পর বকেয়া বেতনের দাবিতে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না দেওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভিতরে ভাঙচুর করতে থাকেন।
এসময় মালিক পক্ষের লোকজন বিক্ষুব্ধ শ্রমিকদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, বিশ্বাস গ্রুপের টেকনিক্যাল ব্যবস্থাপক বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে।
বিশ্বাস গ্রুপের টেকনিক্যাল শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, গত মাসের বকেয়া বেতন প্রদান না করায় শ্রমিকরা সকালে কারখানা ভাঙচুরসহ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার দরজা জানালার কাঁচ ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে।
এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এঘটনার পর কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে শ্রমিকরা ঘটনাস্থল থেকে চলে যায়।
এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্বাস গ্রুপের মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।