আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিল্পাঞ্চল আশুলিয়ায় দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু'পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার গভীর রাতে আশুলিয়ার ডেণ্ডাবর নতুনপাড়া ও কাঁঠালবাগান এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, আধিপত্য বিস্তার ও জমি বিক্রির টাকা থেকে চাঁদা দাবি করাকে কেন্দ্র করে কাঁঠালবাগান এলাকার কিছু লোক ডেণ্ডাবর নতুন পাড়া এলাকার দু'ব্যক্তিকে মারধর করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ডেণ্ডাবর নতুনপাড়া এলাকার লোকজন কাঁঠালবাগান এলাকায় হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। সেইসঙ্গে এলাকার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ ব্যক্তি আহত হন। আহতদের আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু'ব্যক্তিকে আটক করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।