আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ায় গার্মেন্টে আগুন, আহত ৩০

আশুলিয়ার শিল্পাঞ্চলে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের ১১ তলা ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে। এ সময় আগুন আতঙ্কে কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, দুপুরের খাবার বিরতির পর ১১ তলা ভবনের সপ্তম তলায় নির্মাণ শ্রমিকদের রড কাটার মেশিন থেকে স্ফুলিঙ্গ চটের ওপর পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসার সময় ৩০ জন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন।

খবর পেয়ে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই হা-মীম গ্রুপের নিজস্ব অগ্নিনির্বাপক দল আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানাটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। জানতে চাইলে হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেন জানান, হা-মীম গ্রুপের মূল ভবনের ১১ তলাটি অপসারণের জন্য নির্মাণ শ্রমিকরা বেশ কয়েকদিন ধরে কাজ করছেন। ওই ভবনের লোহার রড মেশিনের সাহায্যে কাটতে গিয়ে স্ফুলিঙ্গ পাটের চটে পড়লে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন কারখানার ভেতরে ঢুকতে না পারায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

এ ছাড়া শ্রমিকরা আগুন আতঙ্কে কারখানা থেকে বেরিয়ে যাওয়ায় কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর নির্মাণ শ্রমিকদের রড কাটার স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে পাটের চট পুড়ে যায়। এ ঘটনার পর শ্রমিকরা আতঙ্কে কারখানা থেকে বেরিয়ে এলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে কারখানার সামনে ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.