আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শাখা সড়ক জিরানী-শিমুলিয়ায় এ ঘটনা ঘটে।
প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় কমপক্ষে ৩০ শ্রমিক আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  
প্রত্যক্ষদর্শীরা জানান, জিরানী এলাকার ‘লিবার্টি ফ্যাশন ওয়্যারস্ লিমেটেড’ কারখানার শ্রমিকরা সকাল ৯টার দিকে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা জিরানী-শিমুলিয়া সড়ক অবরোধ করে এবং বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়।


খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে শুরু হয় সংঘর্ষ। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের সময় শ্রমিকরা কয়েকটি যানবাহনও ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান^।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস দেয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকরা কারখানায় এসে দেখেন, কারখানা বন্ধ।

রোববার বেতন-ভাতা দেয়ার কথা বলে মূল ফটকে একটি নোটিসও ঝোলানো ছিল।
“ওই নোটিস দেখেই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করে। ক্ষুব্ধ শ্রমিকরা এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ঢিল ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পরে। ”
এক পর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে গেলে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ব্যবহারে বাধ্য হয় বলে আব্দুস সাত্তার জানান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.