হাঁটছি পথে অসীমের পানে।
আপনাদের আসল ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। যাতে বিদ্যমান অনেক কুসংস্কার ছিল। নব্য যে হিন্দু ধর্ম তা সনাতন থেকে অনেক পরিপর্তিত। পূর্বেকার এবং বর্তমানে অনেক মিল নেই।
একটা ধর্মের শুরুতেই কিন্তু পরিপূর্ন ধর্ম থাকে ক্রমান্বয়ে তা হ্রাস পায়।
তাহলে বলা যায় আপনাদের সনাতন প্রথা থেকে অনেক প্রথা পরিবর্তিত হবার কারনে বর্তমানে যে ধর্ম আপ্নারা ফলো করেন তা ত্রুটিপূর্ণ। যেমন আপ্নাদে মাঝ থেকে সতিদাহ প্রথা হ্রদ করা হয়েছে, বিধবা বিবাহ প্রথাও।
তাহলে আপ্নারা বর্তমানে ভুল ধর্ম পালন করছেন।
কিন্তু প্রত্যেক ধর্মের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের মঙ্গল সাধন।
কিন্তু সনাতন ধর্মের বেশ কয়েকটি প্রথাই মানুষের ক্ষতিসাধন মূলক ছিল।
বর্তমানেও আপনাদের চিতা পুড়ানো হয়, যা আসলে অমঙ্গলজনক।
তাহলে এই ধর্মটা মানব কল্যাণকর হতে পারে ক্যামনে?
আরেকটা কথাঃ
আপনারা গরুকে দেবতা মানেন। যার কারনে গরুর গোশ্ত খান না। কিন্তু গরুর দুধ খান মায়ের দুধ এর মত মনে করে ।
তাহলে শুনি আপনারা কি সারাজীবনই কি আপন মায়ের দুগ্ধ পান করে যান?
আরেকটা প্রশ্ন, আপনারা গরুকে দেবতা মেনেও কেন গরুর চামড়া দিয় তৈরি জুতা পরেন। যার মানে মায়ের চামড়া দিয়ে আপনারা জুতা পড়েন।
শুনুন একটা কথা বলি। যদি সৃষ্টিকর্তা একাধিক থাকতো তবে সবাই ধ্বংস হয়ে যেত। তেমনি আপনাদের একাধিক দেবতা থাকলে মহাবিশ্বে শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলাই থাকতো অত্যাধিক বেশি।
আশা করি বুঝাতে পেরেছি। বুদ্ধিমাঙ্গণ ক্ষেপে যায়না, তারা চিন্তা করে দেখে। শুধুমাত্র নির্বোধরাই না বুঝেই অন্ধবিশ্বাস করে আর অযথাই চিল্লায়।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।