জলদেশে তরুণ মাছমাছালির কাছে দেশী আইডলদের মধ্যে তিনি একজন। স্থলসেক্টরেও তিনি কান দিয়া হাঁটেন, বিষেশজ্ঞদের একজন। গুতাগুতির জগতে প্রবল জনপ্রিয়। মৎসকন্যাদের চেতানো এবং একটি নতুন জলদেশের জন্য সচেষ্ট।
ঘাস ভক্ষনে সিংহ ভাগ অংশই ছাগ-ছাগী-ভেড়া।
এই খাদ্যের সাহায্যে অনেক ভাইটামিন, প্রোটিন এবং ছাগাটিন খুব সহজেই অশিক্ষিত মৎসদের মধ্যে প্রদাণ করা যায়। এই ব্লগেও তিনি বেশ বিখ্যাত আলোচ্য টপিকস। তাঁর যেকোন টপিকসে সবার আলোচনা দেখেও এটা বোঝা যায়।
প্রশ্ন হলো তিনি ঘাস খান না কেন? তার খাদ্যাভ্যাসের বিরুদ্ধে যেসব অপপ্রচার সেসবের যেমন সরাসরি খন্ডনের সুযোগ তিনি পাবেন, একই সাথে নতুন প্রজন্মের মাছেদের মাঝে এবং সাথে পাবেন সরাসরি মতবিনিময়ের সুযোগ।
তিনি এই মাঠে এখনও না এসে থাকলে তাঁর অনেক প্রিয় মৎসরাই আসেন।
আসা করি তারা এই বিষয়ে উদ্যোগী হবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।